Bitrishna Jibone Amar

বিতৃষ্ণা জীবনে আমার
ঘিরেছে এ মন জুড়ে
ফিরিয়ে নেয়া এ দু'চোখ তোমার
চেয়েছিলো কি জানি না

বিতৃষ্ণা জীবনে আমার
ঘিরেছে এ মন জুড়ে
ফিরিয়ে নেয়া এ দু'চোখ তোমার
চেয়েছিলো কি জানি না

বিতৃষ্ণা জীবনে আমার

সেই প্রথম দিনের চোখের দেখায়
ফুলের প্রহর তুমি এনেছিলে
সেই প্রথম দিনের চোখের দেখায়
ফুলের প্রহর তুমি এনেছিলে

তুমি আলতো হাতের পরশ রেখে বলেছিলে 'ভালবাসি'
সেই ছলনারই অন্তরালে
পেয়েছিলে কি জানি না

বিতৃষ্ণা জীবনে আমার

সেই তোমার হাসি
কি মিষ্টি আলোয়
আঁধার আমার তুমি সরিয়ে নিলে
সেই তোমার হাসি
কি ভেবে জানি
আঁধার আমার তুমি সরিয়ে নিলে

তুমি মুক্ত রাশি ছড়িয়ে দিয়ে সাজিয়েছিলে স্বর্গখানি
সেই মিথ্যে খেলার হেয়ালিতে
লুকিয়েছিলো কি জানি না

বিতৃষ্ণা জীবনে আমার
ঘিরেছে এ মন জুড়ে
ফিরিয়ে নেয়া এ দু'চোখ তোমার
চেয়েছিলো কি জানি না

বিতৃষ্ণা জীবনে আমার



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link