Etodure Je Chole Gecho

এত দূরে যে চলে গেছো
জানি না তো কি অপরাধ
ফেরাবে যদি এ মন তোমার
বাকি কী বলো থাকবে আমার?
এত দূরে যে চলে গেছো
জানি না তো কি অপরাধ
ফেরাবে যদি এ মন তোমার
বাকি কী বলো থাকবে আমার?

আমি জীবনের ছলা-কলা আজও বুঝি নাই
ভালোবাসি পৃথিবী, তাই মিশে আছো নিঃশ্বাসে
আমি জীবনের ছলা-কলা আজও বুঝি নাই
ভালোবাসি পৃথিবী, তাই মিশে আছো নিঃশ্বাসে
সেই বাতাসের ভরা বিশ্বাসে তুমি ছাড়া কী আছে, জানি না তা

স্মরণের আকাশ ভেলায়
আমারই বেদনা তারা ঘুরে বেড়ায়
সোনালী উল্কা ঝড়ের সাথে
হৃদয়ের স্বপ্নগুলো ঝরে যায়

আমি জীবনের ছলা-কলা আজও বুঝি নাই
ভালোবাসি পৃথিবী, তাই মিশে আছো নিঃশ্বাসে
সেই বাতাসের ভরা বিশ্বাসে তুমি ছাড়া কী আছে, জানি না তা

স্মরণের আকাশ ভেলায়
আমারই বেদনা তারা ঘুরে বেড়ায়
সোনালী উল্কা ঝড়ের সাথে
হৃদয়ের স্বপ্নগুলো ঝরে যায়

আমি জীবনের ছলা-কলা আজও বুঝি নাই
ভালোবাসি পৃথিবী, তাই মিশে আছো নিঃশ্বাসে
সেই বাতাসের ভরা বিশ্বাসে তুমি ছাড়া কী আছে, জানি না তা

ফিরে এসো এইখানে, ফিরে এসো
চেয়ে দেখো সেই আমি তোমারই আছি, তোমারই
ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি
সেই তোমারই আছি, সেই তোমারই
তোমারই আছি



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link