Moharaj

সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে

ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী
দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রাণে

ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ



Credits
Writer(s): Shams, Warfaze Band
Lyrics powered by www.musixmatch.com

Link