Hariye Tomakey

রক্তিম আকাশ স্তব্ধ সেক্ষণে
ফিরবে না আর জানিয়ে গেলে
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
মন কেঁদে যায় অন্তরালে

তুমি কেঁদেছিলে নীরবে কোন অবহেলায়
আমি বুঝিনি কি শুন্যতা হাসির আড়ালে
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে

বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
তুমি ছাড়া জীবনে... ও ও ও

মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙ্গে গেছে হেলায়
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে

বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে

হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে



Credits
Writer(s): Shams, Warfaze Band
Lyrics powered by www.musixmatch.com

Link