Raatjaga Pakhir Dwol

কত কথা বাকি রয়ে গেল,
কত ঝিনুক কোড়ানো হলো না
Rucksack এ নিয়ে কত ইচ্ছে,
সব পথে দেখো হাঁটা গেলো না.।।

inbox এ রেখে অপরাধ,
নেই কাছে সে দূরে থাক
আমি ফিরবো বলে, বেরিয়ে সেই
আর ফিরলাম না.!!

যদি আর একবার সেই পথ ধরে ফিরে আসি ঠিকানায়,
বলো থাকবে তো হ্যাঁ থাকবে তো বাড়ি-ফেরা অপেক্ষায়?
এভাবেই দেখো কত পথ হারায় রাতজাগা পাখির দল,
আমার মতো বাউন্ডুলে মন হারায় শেষ সম্বল.।।

পিছুটানের বিকেল জানে,
রুমাল ভেজানোর আরাম
অপেক্ষায় ক্লিসে হওয়া মুখ,
Inbox খুলে মনে করলাম |

আলোকবর্ষের অপেক্ষা,
অচিরে ঘুঁচিয়ে দিলাম
চেনা চৌকাঠ পেরিয়ে,
দিকশূন্য নাবিকের খাম |

শেষ ট্রেনের পিছুটান,
ভুলে গিয়ে সব বেমানান,
আমি ফিরবো বলেই, বেরিয়ে সেই
আর ফিরলাম না.!!

চোখের পাতা যখন আমার আবার ছোঁবে তোমায়,
সেই মরমিয়া হাতের সোহাগ অহেতুক আস্কারায়!
এভাবেই দেখো কত পথ হারায় রাতজাগা পাখির দল,
আমার মতো বাউন্ডুলে মন হারায় শেষ সম্বল.।।

পুড়ে যাওয়া সহজ ছিল,
এ অপেক্ষায় ব্যর্থ জীবন
হাতের রেখায় এঁকো আমায়,
নরম আঁচে বাঁচুক মন |

আমায় ফিরে যেতে দাও,
বোকা অসুখের রাস্তাপার
থাকবে বলে আসেনি সে,
তার ঠিকানা অন্ধকার |

ছুঁয়ে থাকা এই হাওয়ায়,
নীল ডেনিমের অভিপ্রায়,
আমি ফিরবো বলে, বেরিয়ে সেই
আর ফিরলাম না.!!



Credits
Writer(s): Soumyadip Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link