Opomrityu

I
আমি নেই আমার অপমৃত্যুর ইচ্ছেরা আছে,
তারা তোমায় ঘিরে বাঁচে, আমাকে গ্রাস করে
মৃত্যু চেয়ে আমার দিকে দারুন গতিবেগে,
ভূলে গেছি আমি জন্মের তারিখ, ভূলিনি তোমাকে.।।

কাঁচভাঙা ফোটোফ্রেমে, আটকে গেছে শৈশব
সেলোফিনে মোড়া সময়, স্মৃতি হয়ে স্বচ্ছ
ফিরতি পথ জানতোনা তোর, দুচোখের কালো
অন্ধকারে ঘুরছি, আলো জ্বালো.।

আর একবার যদি বাঁচতে পারি তোমায়,
তবে ভেবে দেখা যায়
দূরত্বের অভিশাপ কী করে মুছে ফেলা যায় .।

আর একবার যদি ফেরো এই পথে,
অচেনা অজুহাতে
তবে খুঁজে নিও আমায় অন্তহীন অপেক্ষায়.।

II

আয়নার কাছে লুকোচুরি, আসামী কাঠগড়ায়
বিবেকের সহানুভূতি, মুখ মুখোশ চেনায়
জমছে ইচ্ছে ফ্রিজের ভেতর, শ্বাস নিচ্ছে হাজার
নিহত স্মৃতিদের নিয়ে আমার চোরাকারবার ।

আলোর শেষ ঠিকানা খুঁজে ঘুরে মরে ক্ষ্যাপা,
দিনফুরোলেই বাসিপ্রেম বিষচুম্বনে আঁকা
রাতভোর খুঁজেছি কারন শূন্য কেন খাঁচা?
বয়ে চলা বিজ্ঞাপনে খামখেয়ালি বাঁচা ।।

আর একবার যদি ভিজতে পারা যায়,
বৃষ্টির স্নিগ্ধতায়
তবে বুঝে নিতে চাই পুরোনো বোঝাপড়ায়.।

আর একবার যদি গাইতে পারি গান,
সুরেরই ধারাস্নান
তবে নিশ্চিত করব এবার, রাজা হবার স্পর্ধা আমার.।

আর একবার যদি বাঁচতে পারি তোমায়,
তবে ভেবে দেখা যায়
দূরত্বের অভিশাপ কী করে মুছে ফেলা যায় .।

আর একবার যদি ফেরো এই পথে,
অচেনা অজুহাতে
তবে খুঁজে নিও আমায় অন্তহীন অপেক্ষায়.।

(শব্দের কাছাকাছি, আমিও শুয়ে আছি/ফিরে গেছি কি আদরে, পুরোনো বন্দরে
পাতাঝরা মরসুমে, ছুঁয়ে গেছি কত কালো/রেখে গ
েছ কত ক্ষত, থেকো তুমি আরো ভাল)



Credits
Writer(s): Soumyadip Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link