Je Tomay Chhade Chhaduk

এই সুরের মায়া মননে ধারন করে রবীন্দ্রনাথ রচনা করেন
"যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা"
একদিকে বাউল গানে নিজেকে মাধুর্য ভজনের উপযোগি করে তোলার প্রার্থনা
আর রবীন্দ্রগানে দেশ-বিদেশে মানের আশা তুচ্ছ করে
ভুবনমনোমোহিনী দেশমাতৃকার চরণে শরণ নেওয়ার সশ্রদ্ধ আকুতি

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক

আমি তোমার চরণ
মা গো, আমি তোমার চরণ করব শরণ
আর কারো ধার ধারব না মা
আর কারো ধার ধারব না মা

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক

কে বলে তোর দরিদ্র ঘর
হৃদয় তোর রতনরাশি
আমি জানি গো তার মূল্য জানি
জানি গো তার মূল্য জানি
পরের আদর কাড়ব না মা
পরের আদর কাড়ব না মা

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক

মানের আশে দেশ-বিদেশে
যে মরে সে মরুক ঘোরে
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা
ছেঁড়া কাঁথা আছে পাতা
ভুলতে সে যে পারব না মা
ভুলতে সে যে পারব না মা

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক

ধনে মানে লোকের টানে
ভুলিয়ে নিতে চায় যে আমায়
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে
ভয় যে জাগে শিয়র-বাগে
কারো কাছেই হারব না মা
কারো কাছেই হারব না মা

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক

আমি তোমার চরণ
মা গো, আমি তোমার চরণ করব শরণ
আর কারো ধার ধারব না মা
আর কারো ধার ধারব না মা

যে তোমায় ছাড়ে ছাড়ুক
আমি তোমায় ছাড়ব না মা
যে তোমায় ছাড়ে ছাড়ুক



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link