Hari Nam Diye Jagat Matale

যাঁর চরণাশ্রয়ের প্রভাবে অজ্ঞ শাস্ত্রখনি থেকে
সিদ্ধান্তমণি সংগ্রহ করতে পারে
সেই চৈতন্যপ্রভুকে বন্দনা করি
হরিনামে শ্রী গৌরাঙ্গ এই জগৎ মাতিয়েছিলেন
যেই যেই প্রভু দেখে সেই সেই লোক
প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ-শোক
হরি তো হরণকর্তা
অশুভ হরণ করেন
আবার প্রেম দিয়ে মনও হরণ করেন
আর নাম তো হরি কৃষ্ণ রাম
রাম কৃষ্ণ হরি

হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার একলা নিতাই, একলা নিতাই
একলা নিতাই, একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই

আমার নিতাই যদি
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই যদি
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই যদি
যদি মনে করে ও নিতাই
গৌর দিলি দিতি পারে
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই

আমার নিতাই নিদ্ গৌর
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নিদ্ গৌর
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নিদ্ গৌর
নিত্য কল্পতরু ও নিতাই
প্রেমদাতা জগতের গুরু
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই

আমার নিতাই নবরূপ
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নবরূপ
ওরে ডাকরে নিতাই গৌর বলে
নিতাই নবরূপ
নব রাসবিহারী ও নিতাই
খেনেক পুরষ খেনেক নারী
একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
আমার একলা নিতাই, একলা নিতাই
একলা নিতাই, একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই
হরিনাম দিয়ে জগৎ মাতালে
আমার একলা নিতাই



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link