Tumi Thik Chole Esho

গত বর্ষার কামীনির ঝাঁপি
এখনও রয়েছে তোলা
শরৎ শিশিরে মিশে গেছে ঘ্রাণ
দৃষ্টির জানালা খোলা
মেঘেদের হাতে পাঠিয়েছি চিঠি
হেমন্ত রঙে মেশো
এবারের শীতে নাহয় বসন্তে
তুমি ঠিক চলে এসো

পূবেরই হাওয়া পশ্চিমে বায়
ছন্দে মেলায় গান
আঁধারের পরে আলো আসবেই
ভুলেই যাও অভিমান

তোমারই আশায় কেঁটেছে যামিনী
গ্রীষ্ম জানে সে কথা
হেমন্ত আসে স্বপ্ন সাজিয়ে
কি ভিষন আকুলতা



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link