Stop Genocide

সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক

কড়া রোদ্দুরে পিঠ পেতে নিতে আমরাও
কখনো স্বাগত, কখনো বলছি জঙ্গি
কিন্তু যা কিছু ঘটছে সেটা তো ঘটছে
বিপদে মানুষ মানুষেরই হয় সঙ্গী

রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে

আমরা মানুষ, ধমনীতে লাল রক্ত
বইছে এখনো, মানবিক স্রোতে বইছে
"Stop genocide" শব্দে জহির রায়হান
হুংকার দিতে এখনো এলো না, কই সে?

রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে

ধর্ষিতা নারী, নিপীড়িত শিশু হাঁটছে
নীরব আর্তি, "অধিকার দাও বাঁচবার"
শিশুটির মুখ ভেসে আসে দুঃস্বপ্নে
ভেসে যাওয়া মুখ শরীর ভাসছে নিঃসাড়

'৭১-এর মতোই মৃত্যুমিছিল
আবার ফিরেছে স্বাধীন দেশের বৃত্তে
"Stop genocide" মুক্তকন্ঠে বলছি
আরাকান জুড়ে হত্যা সবই কি মিথ্যে?

রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে

সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক

কড়া রোদ্দুরে পিঠ পেতে নিতে আমরাও
কখনো স্বাগত, কখনো বলছি জঙ্গি
কিন্তু যা কিছু ঘটছে সেটা তো ঘটছে
বিপদে মানুষ মানুষেরই হয় সঙ্গী

রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাড়ে বংশে
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link