Akashe Dui Hate Prem

আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায়
সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে
আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায়

গাছেরা ভরে নিল সবুজ পাতায়
ধরণী ধরে নিল আপন মাথায়
গাছেরা ভরে নিল সবুজ পাতায়
ধরণী ধরে নিল আপন মাথায়
ছেলেরা সকল গায়ে নিল মেখে
পাখিরা পাখায় পাখায় নিল এঁকে

আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায়

ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে
মায়েরা দেখে নিল ছেলের মুখে
সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে
সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে
ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে
মায়েরা দেখে নিল ছেলের মুখে
সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে
সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে

সে যে ওই বিদীর্ণ বীর হৃদয় হতে
বহিল মরণরূপী জীবনস্রোতে
সে যে ওই বিদীর্ণ বীর হৃদয় হতে
বহিল মরণরূপী জীবনস্রোতে
সে যে ওই ভাঙাগড়ার তালে তালে
নেচে যায় দেশে দেশে কালে কালে

আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায়
সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে
আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link