Modhyodiner Bijon Batayone

মধ্যদিনের বিজন বাতায়নে
ক্লান্তি ভরা কোন বেদনার মায়া
স্বপ্নাভাসে ভাসে মনে মনে
মধ্যদিনের

কৈশোরে যে সলাজ কানাকানি
খুঁজেছিল প্রথম প্রেমের বাণী
কৈশোরে যে সলাজ কানাকানি
খুঁজেছিল প্রথম প্রেমের বাণী
আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়
মর্মরিছে গহন বনে বনে

মধ্যদিনের

যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল
বিস্মরণের তলে ডুবেছিল
যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল
বিস্মরণের তলে ডুবেছিল

আজ কেন সেই বনযূথীর বাসে
উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে
আজ কেন সেই বনযূথীর বাসে
উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে
সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়
গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে

মধ্যদিনের



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link