Cholo Bachi (Version 2)

ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো

ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো

কিছু রোদ্দুর সকাল-দুপুর
সারাজীবন মনে রাখার মতো
আহা, বিস্ময় আনন্দময়
সারাজীবন যদি এমন হতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো

কিছু সন্ধ্যা মহানন্দায়
ছুটে চলা শান্ত নদীর মতো
উদাসী চাঁদ, হাত ধরে হাত
স্বপ্নেতে নয়, যদি সত্যি হতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো

ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো



Credits
Writer(s): Rupankar Bagchi, Zulfiquer Russell
Lyrics powered by www.musixmatch.com

Link