Sajani Sajani (From "Bilu Rakkhosh")

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে।

সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।

মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।

তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।

সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া ...



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link