Mukhar Mouna Holo (From "Ranger Saheb")

মুখর মৌন হলো কেন আজ?
কেন বলো বুক ভরা হাহাকার?
দু'টি চোখ ভরে আনে শুধু জল
বাকি পড়ে আছে আরো কতকাল
মুখর মৌন হলো কেন আজ?

মুছে দাও প্রভু এই অভিশাপ
আলো দিয়ে ঢেকে দাও যত পাপ
মুছে দাও প্রভু এই অভিশাপ
আলো দিয়ে ঢেকে দাও যত পাপ
কেটে যাক আমাদের সন্তাপ
প্রকৃতি ধরুক দেখি নবশাখ

মুখর মৌন হলো কেন আজ?
কেন বলো বুক ভরা হাহাকার?
দু'টি চোখ ভরে আনে শুধু জল
বাকি পরে আছে আরো কতকাল
মুখর মৌন হলো কেন আজ?

কালো ছায়া বহুদূরে সরে যাক
হাসি দিয়ে সব কিছু ঢাকা থাক
কালো ছায়া বহুদূরে সরে যাক
হাসি দিয়ে সব কিছু ঢাকা থাক
ভালোবাসা আশা নিয়ে ভরে থাক
সে আশায় আমি যেন গড়ি তা

মুখর মৌন হলো কেন আজ?
কেন বলো বুক ভরা হাহাকার?
দু'টি চোখ ভরে আনে শুধু জল
বাকি পরে আছে আরো কতকাল
মুখর মৌন হলো কেন আজ?
কেন বলো বুক ভরা হাহাকার?
দু'টি চোখ ভরে আনে শুধু জল
বাকি পরে আছে আরো কতকাল



Credits
Writer(s): Amal Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link