Jal Tarangey Shoi (From "Jaymaa Mangal Chandi")

জল তরঙ্গে, সই
জাগে রঙ্গ কতই
ছলছল কলতানে
হায়রে, কোথায়
মন যায় রে যায়, ভেসে যায়
কোন অজানায়

জল তরঙ্গে, সই
জাগে রঙ্গ কতই
ছলছল কলতানে
হায়রে, কোথায়
মন যায় রে যায়, ভেসে যায়

অন্তরে বাজে ফুল বাঁশরী
মনে মনে জাগে কোন মাধরী
নয়নের কোলে যে স্বপন দোলে
কন্ঠে সে মালা হতে চায়

জল তরঙ্গে, সই
জাগে রঙ্গ কতই
ছলছল কলতানে
হায়রে, কোথায়
মন যায় রে যায়, ভেসে যায়

চুপিচুপি আজ আমি যা বলি
কেমনে তা হয় কহু-কাকলী
চুপিচুপি আজ আমি যা বলি
কেমনে তা হয় কহু-কাকলী
শুনে সেই কথা দিলো কি বারতা
পারাবত আমার হিয়ায়

জল তরঙ্গে, সই
জাগে রঙ্গ কতই
ছলছল কলতানে
হায়রে, কোথায়
মন যায় রে যায়, ভেসে যায়



Credits
Writer(s): Santosh Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link