Bebodhana

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান
তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

আকাশ আর মাটিতে কেন হয় না কোনো মিল?
তুমি সুখময়ূরী, আমি দুঃখের গাঙচিল
আকাশ আর মাটিতে কেন হয় না কোনো মিল?
তুমি সুখময়ূরী, আমি দুঃখের গাঙচিল

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

পাষাণ এই পৃথিবী, আরও পাষাণ যে তুমি
দাও না যতই আঘাত, মেনে নেব যে আমি
পাষাণ এই পৃথিবী, আরও পাষাণ যে তুমি
দাও না যতই আঘাত, মেনে নেব যে আমি

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান
তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান

তুমি যদি হও সুখী, আমি হব চিরদুঃখী
দুঃখী আমি, নেই তো সুখের পিছুটান

তুমি বলো আলো আর আমি বলি আঁধার
তোমার আমার এই তো শুধু ব্যবধান



Credits
Writer(s): Pradip Saha
Lyrics powered by www.musixmatch.com

Link