Ovimani

তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি
তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি

কেন হয়ে গেলে এতটাই অভিমানী
তুমি বড়ো বেশিই অভিমানী

তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি

হৃদয়ের এই ছোট্ট খাঁচায় বন্দি স্মৃতিরা
মুক্তি জেনেই দুঃখ সেথায় দিচ্ছে পাহারা
হৃদয়ের এই ছোট্ট খাঁচায় বন্দি স্মৃতিরা
মুক্তি জেনেই দুঃখ সেথায় দিচ্ছে পাহারা

আমি হয়ে গেছি অসহায় এতখানি
তুমি বড়ো বেশিই অভিমানী

তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি

জীবনের এই গল্প মানে নষ্ট ইতিহাস
এই না বুকে করে শুধু কষ্ট বসবাস
জীবনের এই গল্প মানে নষ্ট ইতিহাস
এই না বুকে করে শুধু কষ্ট বসবাস

তবু করিনি তো প্রতিবাদ, ও পাষাণী
তুমি বড়ো বেশিই অভিমানী

তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি
তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি

কেন হয়ে গেলে এতটাই অভিমানী
তুমি বড়ো বেশিই অভিমানী

তুমি চলে গেছো তার পর
একটাও রাত আসেনি
যে রাতে আমি কাঁদিনি



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link