Ogo Megh Tumi Ure Jao

ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়?
কে তোমায় নিয়ে যায় দূর অজানায়?
বলো না আমায়
ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়?
কে তোমায় নিয়ে যায় দূর অজানায়?
বলো না আমায়
ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়?

আমি নই সে বিরহী
আমার কাউকে বলার কিছু নেই
আমি নই সে বিরহী
আমার কাউকে বলার কিছু নেই
তবু যেন কি বেদনা জমে উঠে হৃদয়ে
মনে হয় আমার কেউ কেন নেই ওই অলকায়

ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়?

তবু আজ এ লগনে তোমায়
একটি বারতা জানালাম
তবু আজ এ লগনে তোমায়
একটি বারতা জানালাম
দেখা যদি নাই পাই এ জীবনে কি পেলাম?
সেই প্রেম কেন নেই যে এসে আমার মনকে কাঁদায়?

ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়?
কে তোমায় নিয়ে যায় দূর অজানায়?
বলো না আমায়
ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়



Credits
Writer(s): Pulak Banerjee, Hemant Kumar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link