Tarpar Tar Aar Par Nei

তারপর?
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক, থেমে যাক না
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা

যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম নাকো
সে আমার নয়

যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম নাকো
সে আমার নয়

পাহাড় নিষেধগুলো পেড়িয়ে দেখি
কী আছে আমার পথে পড়ে

তারপর?
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা

মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যত হাসি গান
আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম
মনে রেখো

মরণ পেড়িয়ে যাবো এমনি করে
কোনো পিছুডাকে আর থামবো না
মরণ পেড়িয়ে যাবো এমনি করে
কোনো পিছুডাকে আর থামবো না
একটু থেমেই থাকি তোমার কাছে
তুমিও আমার সাথে চলো না

তারপর?
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক, থেমে যাক না
তার আর পর নেই
নেই কোনো ঠিকানা



Credits
Writer(s): Nachiketa Ghosh, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link