Jaay Phuriye

যায় ফুরিয়ে কত নেশা
যায়, সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা

যায় ফুরিয়ে সিগারেট
ওষুধের expiry date
তাই ফুরিয়ে যাবে একদিন মনের ভেতরের বিদ্বেষ
যায় ফুরিয়ে রাগ-অভিমান-বিদ্বেষ

ফেলে দিতে হয় পুরোনো জামা
পুরোনো কাগজ-শিশি-বোতল
"আপনি" থেকে হয়ে যাও "তুমি"
"তুমি বলো" থেকে "তুই বল"

যায় ফুরিয়ে একদিন তাই চোখের জল
(যায় ফুরিয়ে একদিন, যায় চোখের জল)
যায় ফুরিয়ে একদিন সবার চোখের জল
(যায় ফুরিয়ে একদিন)

ঝেরে ফেলতে হয় বিছানা
ফেলে আসা স্বপ্ন ভুলতে হয়
মেঘলা দিনেও বৃষ্টি যায় ফুরিয়ে
ছাতাটাকে বন্ধ করতে হয়

তাই যায়, সরে যায় মেঘের মতো করেই ভয়
(যায়, সরে যায় মেঘের মতো করে ভয়)
যায়, সরে যায় মনের ভেতরের ভয়
(যায়, সরে যায় মনের ভেতরের ভয়)

যায় ফুরিয়ে কত নেশা
যায়, সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
(যায় ফুরিয়ে একদিন হতাশা)
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা
(যায়, ফুরিয়ে যায়, যায় ফুরিয়ে হতাশা)
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা



Credits
Writer(s): Anjan Dutt, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link