Koto Koto Eka Eka

কত কত একা একা অলিগলি আঁকাবাঁকা
ছোট ছোট কত একা মন
ঘর-সংসার নিয়ে একা একা বেঁচে থাকা
রোজ রোজ সারাটা জীবন

একা একা রাস্তায় বাসস্টপে, বাজারে
নিয়মিত একা হাঁটা সকালে
সারা মুখে কত রেখা নিয়ে একা বেঁচে থাকা
চায়ের দোকানে রোজ বিকালে

একা একা কাছে আসা, একা একা ভালোবাসা
একা একা হেঁটে চলা পার্কে
ও, উড়ে আশা ছেঁড়া পাতা, ছেঁড়া ছেঁড়া কত কথা
একা লেখা কোনো কিছু কাউকে

ও, ওই দেখো একা এসে পরে আছে রোদ্দুর
দেয়ালে, পাঁচিলে, আর উঠোনে
ও, ওই দেখো বলো হরি, হরিবোল বলে একা
কাঁধে করে চলে গেল শ্মশানে

একা একা meeting-এ, একা একা মিছিলে
একা একা অফিস পাড়ায়
চারপাশে কত কত ঠাসাঠাসি, রেষারেষি
তবু একা ধর্মতলায়

একা একা মনটাকে বারবার সান্ত্বনা
একা কত চেপে রাখা কান্না
সারারাত পুড়ে যায় আকাশের কত তারা
মুখ তুলে অনেকেই দেখে না

একা একা গান গেয়ে ট্রেন থেকে নেমে যায়
লাঠি ঠুকে অন্ধ বাউলটা
সেই গান শুনে অনেকেই বসে থাকে
একা একা চলতে থাকে ট্রেনটা

ও, ওই দেখো একা এসে পড়ে আছে রোদ্দুর
দেয়ালে, পাঁচিলে, আর উঠোনে
ও, ওই দেখো বলো হরি, হরিবোল বলে একা
কাঁধে করে চলে গেল শ্মশানে

ও, ওই দেখো একা এসে পড়ে আছে রোদ্দুর
দেয়ালে, পাঁচিলে, আর উঠোনে
ও, ওই দেখো বলো হরি, হরিবোল বলে একা
কাঁধে শুয়ে চলে গেল শ্মশানে



Credits
Writer(s): Anjan Dutt, Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link