Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে
আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে
অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে

বঞ্জুলনিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে
বঞ্জুলনিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে
চঞ্চল অঞ্চলগন্ধে-
চঞ্চল অঞ্চলগন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে

অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে

মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জনকল্লোল
আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয়হিন্দোল
নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠিবে ভাসি
নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠিবে ভাসি
মিলনমল্লিকামাল্য-
মিলনমল্লিকামাল্য পরাইবে পরানবল্লভে

অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে
আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে
অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী উৎসবে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link