Oli Barbar Phire Jaay

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়
তবে তো ফুল বিকাশে
অলি বার বার ফিরে যায়
কলি ফুটিতে চাহে ফোটে না
কলি ফুটিতে চাহে ফোটে না
মরে লাজে মরে ত্রাসে

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়

ভুলি মান অপমান, দাও মন প্রাণ
নিশি দিন রহো পাশে
ভুলি মান অপমান, দাও মন প্রাণ
নিশি দিন রহো পাশে
ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও
আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশে

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়

ফিরে এসো ফিরে এসো
বন মোদিত ফুলবাসে
ফিরে এসো ফিরে এসো
বন মোদিত ফুলবাসে
আজি বিরহরজনী, ফুল্ল কুসুম
শিশিরসলিলে ভাসে

অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়
তবে তো ফুল বিকাশে
অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link