Tin Paharer Gaan

এ কোন যন্ত্রণা দিবসে, আর
এ কোন যন্ত্রণা রাতে
আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার
মাটিতে গড়া দুই হাতে

বোঝেনি, রাত্রির ঝোড়ো হাওয়ায়
যখন চলে মাতামাতি
জ্বলতে নেই কোনো আকাঙ্ক্ষায়
জ্বালাতে নেই মোমবাতি

ভেবেছে, সবখানে খোলা দুয়ার
দেখেনি দেয়ালের লেখা
এবং বোঝেনি যে বারান্দার
ধারেই তার সীমারেখা

তবু সে গিয়েছিল বারান্দায়
কাঁপেনি তবু তার বুক
তবু সে মোমবাতি জ্বেলেছে, হায়
দেখেছে আকাশের মুখ

এখন যন্ত্রণা দিবসে, আর
এখন যন্ত্রণা রাতে
আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার
মাটিতে গড়া দুই হাতে



Credits
Writer(s): Birendra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link