Ekdin Ek Pahar

ও একদিন এক পাহাড়ের সঙ্গে বলেছি কথা
একদিন এক পাহাড়ের সঙ্গে বলেছি কথা
"বলো কেমন আছো আকাশে ঠেকিয়ে মাথা?"
"লাগে না ভালো," সে পাহাড় বলেছে
"লাগে না ভালো," সে পাহাড় বলেছে
"দেখোনি হাঁটুর নিচে শ্যাওলা ধরেছে?"

একদিন এক পাহাড়ের সঙ্গে বলেছি কথা
একদিন এক পাহাড়ের সঙ্গে বলেছি কথা

একদিন এক নদীর পাশে গল্প হলো বসে
একদিন এক নদীর পাশে গল্প হলো বসে
"স্রোতে গা ভাসিয়ে দিব্যি চলেছো ভেসে ভেসে"
নদী বলে, "হাওয়ার সাথে পাল্লা দিতে দিতে"
নদী বলে, "হাওয়ার সাথে পাল্লা দিতে দিতে
ভীষণ ক্লান্ত লাগে একলা নিভৃতে"

একদিন এক নদীর সাথে বলেছি কথা
একদিন এক নদীর সাথে বলেছি কথা

একদিন ওই আকাশের দিকে প্রশ্ন দিলাম ছুঁড়ে
একদিন ওই আকাশের দিকে প্রশ্ন দিলাম ছুঁড়ে
"বেশ দেমাকেই থাকো ধরা-ছোঁয়ার বাইরে"
আকাশ বলে, "ইচ্ছে মাটিতে নেমে আসি"
আকাশ বলে, "ইচ্ছে মাটিতে নেমে আসি
আড়াল করে মেঘ, ওরা দূরত্বে বিশ্বাসী"

একদিন ওই আকাশের সাথে বলেছি কথা
একদিন ওই আকাশের সাথে বলেছি কথা

অসংখ্য মানুষের মধ্যে মিশে জানলাম
সবারই জিজ্ঞাসা, সারাজীবন কী পেলাম
হতে চাইনি পাহাড়, নদী, কিংবা আকাশ
হতে চাইনি পাহাড়, নদী, কিংবা আকাশ
হতে চাইনি পাহাড়, নদী, কিংবা আকাশ

সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ
সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ

সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ
সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ
সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ
সুখে-শান্তিতে পাই যেন বাঁচার অবকাশ



Credits
Writer(s): Tapan Kumar Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link