Chhere Lekhapara

ছেড়ে লেখাপড়া, রঙতুলি, ছড়া, বাপ্পা টিভির পোকা
বাবা মাকে বলে ইদানিং হালে গোল্লায় গেছে খোকা
সঠিক না ভুল, তা নিয়ে তুমুল দুজনেতে লাগে তর্ক
এর ফাঁকে শেখে ছেলে টিভি দেখে নরনারী সম্পর্ক
মস্তিষ্ক এক লাফে রূপান্তরিত যুবকে
হারিয়ে যাচ্ছে কৈশোর

সুন্দর কৈশোর ও যে হারালো জীবনভর
সুন্দর কৈশোর ও যে হারালো জীবনভর

কালে हम-तुम সুপারহিট, প্রেম মজবুত করে মারপিট
সিনেমার জের গভীর রাতের নাড়ায় সাত পুরুষের ভিত
বিজ্ঞাপনে স্বল্পবসনা, কচি-কাঁচা মন তক্ষুনি দিওয়ানা
বড়দের পাশে ছোটরাও বসে নিবিষ্ট মনে দেখে একটানা
বেচারা ছেলেমানুষই, drawing room-এ অখুশি
ডানা কাটা কল্পনা ওর

সুন্দর কৈশোর ও যে হারালো জীবনভর
সুন্দর কৈশোর ও যে হারালো জীবনভর

ভুলে গেছে লুডো, কাটাকুটি, আইস-পাইস, সাত ঘুঁটি
আড্ডা গল্পে মশগুল কোন সিরিয়াল আজ আর কাল
ভালো না মন্দ, চলে গালাগাল, কেউ নড়বে না একচুল
ধন্য সংস্কৃতি, ধন্য ধন্য প্রগতি

যারা কাড়ে বোকা বাক্সের জোরে কৈশোর আজ অবধি
কে বা কারা, তাদের চেহারা নয় কি সমাজবিরোধী?
টাকা গুনে গুনে শিল্পীকে কিনে শিল্পকে মারে থাপ্পড়

লাগে আমার, লাগে তোর, ওরা অবাধে কাড়ছে কৈশোর
লাগে আমার, লাগে তোর, ওরা অবাধে কাড়ছে কৈশোর
লাগে আমার, লাগে তোর, ওরা অবাধে কাড়ছে কৈশোর
লাগে আমার, লাগে তোর, ওরা অবাধে কাড়ছে কৈশোর
লাগে আমার, লাগে তোর, ওরা অবাধে কাড়ছে কৈশোর



Credits
Writer(s): Tapan Kumar Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link