Nao Gaan Bhare

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের
শান্তির আহ্বান যে আসে

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে

ডাক দেয় শোনো শোনো, তূর্য বেজেছে যে
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে
ডাক দেয় শোনো শোনো, তূর্য বেজেছে যে
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে

কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে
কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের
শান্তির আহ্বান যে আসে

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে

আর নয়, দেরি আর নয়, বন্ধ ঘরে আর নয়
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে
আর নয়, দেরি আর নয়, বন্ধ ঘরে আর নয়
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে

রঙে রঙে ধরণী, হলো নানা বরণী
ঝর ঝর ঝরনার সুরে
রঙে রঙে ধরণী, হলো নানা বরণী
ঝর ঝর ঝরনার সুরে

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে সেখানে
সোনা ভরা অন্তর

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের
শান্তির আহ্বান যে আসে

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরের
শান্তি...



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link