Jiban Jeno

জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল
জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল

শুধু তুমি আছো জানি
ভুলে সাগরে হাতছানি
এই আমি তোমাকেই চেয়েছিলাম

সে কথা বুঝলে না
বা বুঝেও বুঝলে না
সে কথা বুঝলে না
বা বুঝেও বুঝলে না

জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল

হৃদয় আমার শিশিরের জলকণা
প্রথম রোদের কাছে চাই সান্ত্বনা
হৃদয় আমার শিশিরের জলকণা
প্রথম রোদের কাছে চাই সান্ত্বনা

তবু তুমি আছো জানি
হয়ে উদার আসমানী
এই তুমি আমাকে কি চেয়েছিলে

সে কথা বোঝাওনি
বা বোঝাতেও চাওনি
সে কথা বোঝাওনি
বা বোঝাতেও চাওনি

জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল

স্বপ্ন আমার নিরিবিলি সন্ধ্যায়
নিজের খেয়ালে প্রতিমা গড়ে যায়
স্বপ্ন আমার নিরিবিলি সন্ধ্যায়
নিজের খেয়ালে প্রতিমা গড়ে যায়

পাশে তুমি আছো জানি
যাকে বন্ধু বলে মানি
বন্ধু মানেই জীবনসঙ্গী নয়

সে কথা বুঝলো না
ওরা বুঝেও বুঝলো না
সে কথা বুঝলো না
ওরা বুঝেও বুঝলো না

জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল
জীবন যেন পদ্ম পাতায় জল
এই আছে-নেই যা কিছু সম্বল



Credits
Writer(s): Samaresh Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link