Baire Jakhan

বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে
বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে
গাছের তলায় একটি পাগল ভিজে ভিজে
রবীন্দ্রনাথ গাইছে বুঝি নিখুঁত সুরে

ও, বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে

এমন বিকেলে উদাসী চরাচর
আকাশ জুড়ে ওই মেঘেদের স্বয়ংবর
এমন বিকেলে উদাসী চরাচর
আকাশ জুড়ে ওই মেঘেদের স্বয়ংবর
ডাকছে তারা, "ও পাগল শুনিয়ে যা
ও পাগলামিতে মত্ত হতে ইচ্ছে করে"

ও, বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে

বিকেল গড়ালে শঙ্খ কে বাজায়
পাথরের মূর্তিকে কত আলোয় পূজায় সাজায়
বিকেল গড়ালে শঙ্খ কে বাজায়
পাথরের মূর্তিকে কত আলোয় পূজায় সাজায়
আমার শিরায় রবিঠাকুর বেঁচে থাকুক
পাগল আমি, এই পাগলামি জীবন গড়ে

ও, বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে
গাছের তলায় একটি পাগল ভিজে ভিজে
রবীন্দ্রনাথ গাইছে বুঝি নিখুঁত সুরে

ও, বাইরে যখন ইলশেগুঁড়ি বৃষ্টি ঝরে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে

সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে
সাদা জলের ওড়নাগুলো হাওয়ায় ওড়ে



Credits
Writer(s): Soumitra Chatterjee, Samaresh Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link