Chiro Kangal Kore De

দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়
আরে তোমার নাম লইতে নয়ন পথে, এ, এ
যেন প্রেম বন্যায় ভেসে যায়

তোমার নাম লইতে নয়ন পথে, এ, এ
যেন প্রেম বন্যায় ভেসে যায়

চির কাঙ্গাল করে দে এ ধরায়
দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়

ওরে কাঙ্গাল বেশে দেশে দেশে
ওরে দয়াল ঘুরিয়া বেড়ায়
এমনি ভাবে নিত্য নিত্য যেন ভক্ত-সাঙ্গ পায়

কাঙ্গাল বেশে দেশে দেশে
ওরে দয়াল ঘুরিয়া বেড়ায়
এমনি ভাবে নিত্য নিত্য যেন ভক্ত-সাঙ্গ পায়

আমি মান-অভিমান ত্যাজ্য করে গো, ও, ও
আমি মান-অভিমান ত্যাজ্য করে গো, ও, ও
আমি প্রণাম জানাই ভক্তের তাই
ওরে আমি প্রণাম জানাই ভক্তের তাই

চির কাঙ্গাল করে দে এ ধরায়
দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়

দয়াল রে, ওরে দয়াল
আমি ধনী হতে চাই না দয়াল
ওরে দয়াল চাই না কুল ও মান

কৃষ্ণ নামের মালা, মালা গাঁথিরে
দিয়া মন ও প্রাণ

ধনী হতে চাই না রে দয়াল
ওরে দয়াল চাই না কুল ও মান

কৃষ্ণ নামের মালা, মালা গাঁথিরে
দিয়া মন ও প্রাণ

নিয়ে তিলক মালা
আসলা ঝুলা গো, ও, ও

ওরে নিয়ে তিলক মালা
আসলা ঝুলা গো, ও, ও

যেন বাস করি আমি গাছতলায়
ওরে বাস করি যেন গাছতলায়

চির কাঙ্গাল করে দে এ ধরায়
দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়

দয়াল রে, ওরে দয়াল আমার
তুমি আবার যদি পাঠাও দয়াল
ওরে দয়াল এ ভবন সংসারে

কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের গর্ভে
জনমে দিয়ো দিয়ো আমারে

আবার যদি পাঠাও দয়াল
এ ভবন সংসারে

একজন কৃষ্ণ ভক্ত মায়ের মায়ের গর্ভে
জনমে দিয়ো দিয়ো আমারে

আমি মুচি হলেও সুচি হবো গো, ও, ও
আমি মুচি হলেও সুচি হবো গো, ও, ও

মন যদি কৃষ্ণ অনুরাগী হয়
আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়

চির কাঙ্গাল করে দে এ ধরায়
দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়

পাগল বিজয় বলে কিশয় ছেড়ে
ওরে দয়াল, কবে শুদ্ধ হবে মন?
তিলক এঁকে পত্নী পত্নী এঁটে
যাবো মধু বৃন্দাবন

আমি ব্রজ গোপীর সাঙ্গ নিয়া গো, ও, ও
আমি ব্রজ গোপীর সাঙ্গ নিয়া গো, ও, ও
আমি ব্রজ ধুলা মাখবো গাঁয়
আমি ব্রজ ধুলা মাখবো গাঁয়

চির কাঙ্গাল করে দে এ ধরায়
দয়াল গুরুরে
চির কাঙ্গাল করে দে এ ধরায়



Credits
Writer(s): Bijoy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link