Amar Jonom Gelo

আমার জনম গেলো বিনা সাধনে
সারা জীবনের ভুল ওরে আমার পড়েছে মনে
এখন কি করিতে কি করি হায় রে
এখন কি করিতে কি করি হায় রে
ওরে দিন গেল মনের ভ্রমে
সারা জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে

সময় থাকতে পথে গেলে রে
যেতাম বহুদূর

কোন মহৎ-এর সঙ্গে বসে হারালাম এ কুল
সময় থাকতে পথে গেলে রে
যেতাম বহুদূর
ওরে মায়ার বশে বশী হইয়ারে হারালাম এ কুল
আমার একুল ওকুল দুকুল গেল রে

আমার একুল ওকুল দুকুল গেল
কাম নদীর ওই তুফানে
ওরে কাম নদীর ওই তুফানে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে

বেলা গেলো সন্ধ্যা হলো
ছারি দুঃখের হায়
কোন মহৎ-এ সঙ্গ ধরে
আমি পূর্ণ করি তাই
বেলা গেলো সন্ধ্যা হলো
ছারি দুঃখের হায়

কোন মহৎ-এ সঙ্গো ধরে ভান গো
পূর্ণ করি তাই
আমি ভেবে দেখি আর বেলা নাই রে

আমি ভেবে দেখি আর বেলা নাই রে
আমায় বেঁধে নেবে কাল সমনে
বেঁধে নেবে কাল সমনে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে

বিজয় কান্দে বেলা শেষে
ভব নদীর কূলে
দয়া করে দয়াল গুরু
আমায় নাও গো কোলে তুলে
বিজয় কান্দে বেলা শেষে
ভব নদীর কূলে
দয়া করে দয়াল গুরু
আমায় নাও গো তুলে
জানায় আমার এই শেষ মিনতি রে

জানায় আমার এই শেষ মিনতি রে
ওরে বান্ধব স্থান দিও ওই চরণে
স্থান দিও ওই চরণে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে

আমি কি করিতে কি করি হায় রে
আমি কি করিতে...

আমি কি করিতে কি করি হায় রে
দিন গেল মনের ভ্রমে
দিন গেল মনের ভ্রমে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে

আমার জনম গেলো বিনা সাধনে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে
জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে
সারা জীবনের ভুল ওরে, ওরে আমার পড়েছে মনে



Credits
Writer(s): Bijoy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link