Sarata Din Sarata Raat

সারাটা দিন, সারাটা রাত
শুধুই আমি ভেবে চলি কত কথা
বাবা-মা কি গুরুজনে
কেউ বোঝে না আমার মনে কী যে ব্যথা
দু'হাত ভরে যদি টাকা পেতাম
দু'হাতে তাই আমি উড়িয়ে দিতাম
কারো কাছে হতো না তো
সেসব টাকার হিসাব দিতে

জানি, জানি, জানি, একটুখানি আমি লক্ষ্মীছাড়া
জানি, জানি, জানি, হালে পানি পাবো না টাকা ছাড়া
কত কিছুই ঘটতো যদি থাকতো টাকার তোড়া
হায় রে হায় ভগবান, হায় রে হায় ভগবান

সারা সকাল ধরে আমি
শুধুই ভাবি আমার হাতে টাকা এলে
চলেই যেতাম সাত সকালে
সকাল বেলার পাখি হয়ে

পাখা মেলে আমার পালক যদি টাকা হয়ে
হাওয়ায় উড়ে যেত আমায় নিয়ে
ঝরলে পালক হতো না তো
কারো কাছে জবাব দিতে

জানি, জানি, জানি, একটুখানি আমি লক্ষ্মীছাড়া
জানি, জানি, জানি, হালে পানি পাবো না টাকা ছাড়া
কত কিছুই ঘটতো যদি থাকতো টাকার তোড়া
হায় রে হায় ভগবান

জানি, জানি, জানি, একটুখানি আমি লক্ষ্মীছাড়া
জানি, জানি, জানি, হালে পানি পাবো না টাকা ছাড়া
কত কিছুই ঘটতো যদি থাকতো টাকার তোড়া
হায় রে হায় ভগবান, হায় রে হায় ভগবান



Credits
Writer(s): Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link