Aami Ati Sadharan

আমি অতি সাধারণ
আমি অতি সাধারণ
নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
আমি সেই তোমাদেরই কোনো একজন
আমি অতি সাধারণ

কালো মেয়ে গলি দিয়ে রোজ যায়
কালো মেয়ে গলি দিয়ে রোজ যায়
ময়লা আঁচল দিয়ে কোনোমতে নিজেরে ঢেকে
বিষের পিঁড়ির মতো কথার মুখের থেকে সরে
পায়ে পায়ে চলে যায় গলি থেকে রাজপথে
আমি সেই তোমাদেরই কোনো একজন

আমি অতি সাধারণ

সময়ের চাবুকের দাগ আঁকা মুখে
কেউ নেই শূন্য খাঁচার মতো বুকে
সময়ের চাবুকের দাগ আঁকা মুখে
কেউ নেই শূন্য খাঁচার মতো বুকে
ছড়িয়ে রয়েছে পড়ে ভাঙা দেওয়ালের মতো মন
বাঁচবার কোনো পথ খুঁজে খুঁজে মরে যাই
আমি সেই তোমাদেরই কোনো একজন

আমি অতি সাধারণ

হয়তোবা নহবত বসবে না কোনোদিনও
হয়তোবা নহবত বসবে না কোনোদিনও
সানাইয়ের সুর যখন নিশির ডাকের মতো
শোনা যাবে দূর থেকে দূরে
সিঁথির বুকেতে চেয়ে সিঁদুরের রং দেবে ভরে
হয়তোবা কোনোদিন যাবে নাকো পাওয়া তারে
জেনো সে তো তোমাদেরই কোনো একজন

নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
আমি সেই তোমাদেরই কোনো একজন
আমি অতি সাধারণ

ভালোবাসা সব মুছে গেছে সব মন থেকে
চারিদিক নিরাশা হাতে হাত রেখে
ফিরিয়ে নিয়েছে মন, দুশমন যেন সুখ
বৈশাখীর ফেটে যাওয়া মাটি যেন জীবনের বুক

শহরের ধোঁয়াতে, মনের মাঝ দিয়ে
ফিরে আসে কালো মেয়ে স্বপ্ন ফেলে
শহরের ধোঁয়াতে, মনের মাঝ দিয়ে
ফিরে আসে কালো মেয়ে স্বপ্ন ফেলে
মায়ের চোখের মতো সাঁঝের প্রদীপ জ্বলে তুলসী তলায়

অভাবের পাঁকে যার বসে গেছে সংসারের চাকা
তার বুকে ঢলে পড়ে তারই কালো মেয়ে
তার বুকে ঢলে পড়ে তারই কালো মেয়ে
পাথর হয়েছে এক মানুষের মন
আমি সেই তোমাদেরই কোনো একজন

নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
নাম ছাড়া পরিচয় আর কোনো নেই যার
আমি সেই তোমাদের কোনো একজন
আমি সেই তোমাদেরই কোনো একজন
আমি অতি সাধারণ



Credits
Writer(s): Basu Manohari, Mukul Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link