Tar Banshari Baje Multani Sure

কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে
কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে
ও সে জানে না কোথা সে সুরে
ঝরে ঝর-নির্ঝর পাষাণে
কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে

একে চৈতালী-সাঁঝ অলস
তাহে ঢলঢল কাঁচা বয়স
রহে চাহিয়া ভাসে কলস
ভাসে হৃদি বাঁশুরিয়া পানে

কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে

বেণী বাঁধিতে বসি অঙ্গনে
বধূ কাঁদে গো বাঁশরি-স্বনে
বেণী বাঁধিতে বসি অঙ্গনে
বধূ কাঁদে গো বাঁশরি-স্বনে

যারে হারায়েছে হেলাভরে
তারেও সুরে মনে পড়ে
বেদনা বুকে গুমরি মরে
নয়ন ঝুরে, বাধা না মানে

কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে
কার বাঁশরি বাজে মুলতানি সুরে
নদী কিনারে কে জানে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link