Kon Kule Aaj Bhirlo Tari

কোন কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
কোন কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
আমার ভাটির তরী আবার কেন
ভাটির তরী আবার কেন
উজান যেতে চায়
কোন কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়

দুঃখেরে কান্ডারী করি
ভাসিয়েছিলাম ভাঙা তরী
ডাক দিলে কে স্বপন-পরী
নয়ন ইশারায়

কোন কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়

নিবিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিল ঝড়ের রাতি
কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায়

সোনার দেশের সোনার মেয়ে
হবে কি মোর তরীর নেয়ে?
ভাঙ্গা তরী চল বেয়ে
রাঙা অলকায়

কোন কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়



Credits
Writer(s): Hemant Kumar, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link