Swapna Safar

তাকিয়ে দেখ, আছি পাশেই
এভাবে মুখ, ফেরাতে নেই
যদি সুযোগ, আমাকে দিস
তোকে আলোর, দেব হদিস

তুই আমাকে দু-হাতে জড়িয়ে
দিস আদোরে আদোরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে, সুখবর.
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে, গোপনে, আমি তোর.
স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর, স্বপ্ন সফর

অজানা ইচ্ছে রা দিচ্ছে পাড়ি
ঠিকানা নেই কোনো ঘর.
এই কুয়াশায়, বাঁচার আশায়
আমাকে ভাবিস না পর.

তুই আমাকে দু-হাতে জড়িয়ে
দিস আদোরে আদোরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে, সুখবর.
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে, গোপনে, আমি তোর.
স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর, স্বপ্ন সফর

রেখেছি এই বুকে যত্নে তোকে
মেখেছি দু-চোখে জলছবি তোর
আজ দুজনে আপন মনে
কুড়োবো পরশ পাথর.

তুই আমাকে দু-হাতে জড়িয়ে
দিস আদোরে আদোরে ভরিয়ে
যাক আকাশে বাতাসে ছড়িয়ে, সুখবর.
চল নিজেকে ভাসিয়ে উজানে
যাই নীরবে হারিয়ে দুজনে
আজ হয়েছি গোপনে, গোপনে, আমি তোর.
স্বপ্ন সফর, স্বপ্ন সফর,
স্বপ্ন সফর, স্বপ্ন সফর



Credits
Writer(s): Dipangshu Acharya, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link