Piya Re (Female Vocals)

পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
তোর কথা মন ভোলে না
হায়, কিছুতে এ মন ভোলে না
ভুল স্রোতে ভাসা আমি এক নদী
তোকে ভালোবাসা ভুল হয় যদি
মনে শুধু আসে দোটানা
তোর কথা মন ভোলে না
হায়, কিছুতে এ মন ভোলে না

পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে

কি করে বোঝাবো, অবুঝ পিয়া
তোকে দেবার নয় এই ভাঙা হিয়া
কি করে বোঝাবো, অবুঝ পিয়া
তোকে দেবার নয় এই ভাঙা হিয়া
আমি তো দিয়েছি তোর মনে ব্যথা
বারে বারে তবু কেন দিস দেখা?
আরও বেশি আসে কান্না
তোর কথা মন ভোলে না
হায়, কিছুতে এ মন ভোলে না

পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে

থাকবো একাকী নষ্ট এ নীড়ে
যে কথা রাখার নয়, রাখি কি করে?
থাকবো একাকী নষ্ট এ নীড়ে
যে কথা রাখার নয়, রাখি কি করে?
মেনে তো নিয়েছি এই একা থাকা
বারে বারে তবু কেন দিস দেখা?
আরও বেশি আসে কান্না
তোর কথা মন ভোলে না
হায়, কিছুতে এ মন ভোলে না

পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে
পিয়া রে, পিয়া রে



Credits
Writer(s): Priyo Chattopadhyay, Debasis Sen
Lyrics powered by www.musixmatch.com

Link