Krishnapakshey Adhkhana Chand (Narration)

কৃষ্ণপক্ষে আধখানা চাঁদ
উঠল অনেক রাতে
খানিক কালো, খানিক আলো
পড়ল আঙিনাতে
ওরে আমার নয়ন
আমার নয়ন নিদ্রাহারা
আকাশ পানে চেয়ে চেয়ে
কত গুনবি তারা

সাড়া কারো নাই রে
সবাই ঘুমায় অকাতরে
প্রদীপগুলি নিবে গেল
দুয়ার দেওয়া ঘরে
তুই কেন আজ বেড়াস ফিরি
আলোয় অন্ধকারে
তুই কেন আজ দেখিস চেয়ে
বনপথের পারে

শব্দ কোথাও শুনতে কি পাস
মাঠে তেপান্তরে
মাটি কোথাও উঠছে কেঁপে
ঘোড়ার পদভরে?
কোথাও ধুলো উড়ছে কি রে
কোনো আকাশ কোণে
আগুনশিখা যায় কি দেখা
দূরের আম্রবনে

হেথা কি তোর দুয়ারে কেউ
পৌঁছোবে আজ রাতে
এক হাতে তার ধ্বজা তুলে
আলো আর-এক হাতে?
হঠাৎ কিসের চঞ্চলতা
ছুটে আসবে বেগে
গ্রামের পথে পাখিরা সব
গেয়ে উঠবে জেগে

উঠবে মৃদঙ বেজে বেজে
গর্জি গুরুগুরু
অঙ্গে হঠাৎ দেবে কাঁটা
বক্ষ দুরুদুরু
ওরে নিদ্রাবিহীন আঁখি
ওরে শান্তিহারা
আঁধার পথে চেয়ে চেয়ে
কার পেয়েছিস সাড়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link