Duniya

চল তুই আজ ঘুমের পাহাড় পেরিয়ে ছুঁবি ভোর বেলা
রোজ ভাঙে crayon আঁকা তাসের শহর এই খেলা
দুনিয়া, দুনিয়া
জানে ঠিক ঘুড়ি লাটাই মেঘের মুখে স্পষ্ট হই
মাঝ রাতে বুকের নিচে একা একা কষ্ট হই
দুনিয়া, দুনিয়া

দেখে যা এ শহরে চাঁদের সুতো ওড়ে
একাই ঘোরে জীবন
তবু বিদ্যুৎ পাশে রোদ্দুর ফিরে আসে
তোকেই খোঁজে জীবন
খোঁজে এ জীবন

একদিন সব ঠিক হবে আর ভুল হবে তোর এই শহর
মেঘ বৃষ্টি আলোর থেকে কুড়িয়ে নিবি মনের জোর
দুনিয়া, দুনিয়া
এ পথে হাটতে গিয়ে পৌছে যাবি ভুল পাড়ায়
দু'হাতে কি আছে আর আমার কাছে তুই ছাড়া
দুনিয়া, দুনিয়া

দেখে যা এই শহরে চাঁদের সুতো ওড়ে
একাই ঘোরে জীবন
তবু বিদ্যুৎ পাশে রোদ্দুর ফিরে আসে
তোকেই খোঁজে জীবন
খোঁজে এ জীবন

কথা ছিল যে এ শহরে রোদুর হাসে
কথা ছিল যে তোকে যারা ভালোবাসে
কথা ছিল যে তাকে দিবি হারানো সে গান
দুনিয়া

কথা ছিল যে এ শহরে রোদুর হাসে
কথা ছিল যে তোকে যারা ভালো বাসে
কথা ছিল যে তাকে দিবি হারানো সে গান
দুনিয়া



Credits
Writer(s): Smaranjit Chakraborty, Subhadeep Mitra, Jam8
Lyrics powered by www.musixmatch.com

Link