Momer Shohor

মোমের শহর গলে গেছে
ফিরে পাবে সে কিভাবে আলো
বুকের ঝিনুক মুছে গেছে
পথ জুড়ে কে পালক সাজালো
পাখির ও জান ফুরিয়ে যাবে
তবুও কেউ জানবে না মন
গল্প শেষে এলোমেলো
ভাঙা জীবনে ঝুলন
কি করে সাজাবো
কি করে সাজাবো

তুমি জানো না, সবাই হারিয়েছে কাকে
এ শহরে
নিজের ছায়াকে আলোয় জড়িয়েছে এ মন
ধুলো করে
তারই পাশে ভাসে আজও ম্লান
সবই মিথ্যে হবে পাওয়া ও
সেইদিন আজও পাহাড় সমান
এই ছড়ানো মোমের শহর
কি করে সাজাবো
কি করে সাজাবো



Credits
Writer(s): Smaranjit Chakraborty, Jam8, Keeran
Lyrics powered by www.musixmatch.com

Link