Aami Dar Khule Aar Rakhbona

আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো
আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো
জানবে সবে গো
নাম ধরে আর ডাকবো না
পালিয়ে যাবে গো
আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো

এবার পূজার প্রদীপ হয়ে
জ্বলবে আমার দেবালয়ে
এবার পূজার প্রদীপ হয়ে
জ্বলবে আমার দেবালয়ে
জ্বালিয়ে যাবে গো
আর আঁচল দিয়ে ঢাকবো না
পালিয়ে যাবে গো

আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো

হার মেনেছি গো
হার দিয়ে আর বাঁধবো না
দান এনেছি গো
প্রাণ চেয়ে আর কাঁদবো না
হার মেনেছি গো
হার দিয়ে আর বাঁধবো না
দান এনেছি গো
প্রাণ চেয়ে আর কাঁদবো না

পাষাণ তোমায় বন্দী করে
রাখবো আমার ঠাকুরঘরে
পাষাণ তোমায় বন্দী করে
রাখবো আমার ঠাকুরঘরে
রইবো কাছে গো
আর অন্তরালে থাকবো না
পালিয়ে যাবে গো

আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো
জানবে সবে গো
নাম ধরে আর ডাকবো না
পালিয়ে যাবে গো
আমি দ্বার খুলে আর রাখবো না
পালিয়ে যাবে গো



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link