Jodi Radha Hote Shyam

যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
আমারি মত দিবস-নিশি
আমারি মত দিবস-নিশি
জপিতে শ্যাম-নাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম

কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা
মনে হত মালতীর মালা
কৃষ্ণ কলঙ্কেরি জ্বালা
মনে হত মালতীর মালা
চাহিয়া কৃষ্ণপ্রেম জনমে জনমে
আসিতে ব্রজধাম

তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম

কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী
হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী, বুঝিতে নিঠুর
কত অকরুণ তব বাঁশরির সুর

তুমি যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
বুঝিতে কেমন লাগে এই গুরু-গঞ্জনা
বুঝিতে কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ-পোড়ানি অবিরাম

তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
আমারি মত দিবস-নিশি
আমারি মত দিবস-নিশি
জপিতে শ্যাম-নাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম



Credits
Writer(s): Kamal Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link