Bhola Mon Moner Katha

ভোলা মন, হায়
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়লো কেনে একতারাটার তার
তোর উদাস বাউল নেই তো বাউল আর
ভোলা মন, মন আমার

কাঁদতে গিয়ে হাসি কেনে
হাসতে গিয়ে কাঁদি
ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী
সংসারে যে সাজিলাম রে সঙ
এই বুঝেছি সার
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়লো কেনে একতারাটার তার
তোর উদাস বাউল নেই তো বাউল আর

ভোলা মন

এত বড় আকাশ-তলে জীবন কেনে ছোটো
পিরিতির ফুল মনবৃক্ষে ঝরবে জেনেই ফোটো
জানি না তো কে যে আমার
আমি যে হায় কার
মনের কথা কারে বলি আর
এমন করে ছিঁড়লো কেনে একতারাটার তার
তোর উদাস বাউল নেই তো বাউল আর

ভোলা মন, মন আমার



Credits
Writer(s): Shyamal Mitra, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link