Dhin Kete Dhin Dhin Ta

ধিন কেটে ধিন ধিন তা
Lisence-টা পেয়ে গেছি
নেই কোনো আর চিন্তা
হে...
হেই, ধিন কেটে ধিন ধিন তা
Lisence-টা পেয়ে গেছি
নেই কোনো আর চিন্তা

খেয়ে এক পেট জল, পক্ষীরাজ, কই চল
খেয়ে পেট্রোল, পক্ষীরাজ, কই চল
চল চল চলরে, পক্ষীরাজ, কই চল

হেই, ধিন কেটে ধিন ধিন তা
Lisence-টা পেয়ে গেছি
নেই কোনো আর চিন্তা

কী দাদা? ও পচু দাদা!
ও দাদা, lisence-টাকরিয়ে দেবে বলেছিলে
ও দাদা, lisence-টা করিয়ে দেবে বলেছিলে
অতগুলো টাকা খেলে
মাইরি, অতগুলো টাকা খেলে
অতগুলো টাকা খেলে, কাঁচকলাটা ঠেকিয়ে দিলে
ও দাদা, lisence-টা করিয়ে দেবে বলেছিলে

ও road ট্যাক্সো মশাই
তোমরা দেখছি সবাই দয়া-মায়াহীন কসাই
রাস্তা হবে বলে টাকা নিলে কান মলে
তোমাদের ট্যাঁক হলো ভারি
এক মাস না যেতেই কী হাল হয়েছে
দেখ এই রাস্তাটারই

ও নিবাস দাদা, চইল্লে কোথায়?
নিবাস দাদা, চইল্লে কোথায়?
নিবাস দাদা, চইল্লে কোথায়?
পায়ের কাছে মাছের ঝুড়ি
নিবাস দাদা, চইল্লে কোথায়?
মোটা কিছু আসবে ঘরে, আনন্দেতে নাচে ভরে
নিবাস দাদা, চইল্লে কোথায়?
ও নিবাস দাদা, চইল্লে কোথায়?



Credits
Writer(s): Adhir Bagchi, Gouri Prasanna Mazumdar
Lyrics powered by www.musixmatch.com

Link