Ami Sundar Nohi

সুন্দর নহি
আমি সুন্দর নহি
আমি সুন্দর নহি
জানি, হে বন্ধু জানি
জানি, হে বন্ধু জানি
তুমি সুন্দর, তব গান গেয়ে
তুমি সুন্দর, তব গান গেয়ে
নিজের ধন্য মানি
আমি সুন্দর নহি
আমি সুন্দর নহি

আসিয়াছি সুন্দর ধরণীতে
সুন্দর যারা তাদের দেখিতে
আসিয়াছি সুন্দর ধরণীতে
সুন্দর যারা তাদের দেখিতে
রূপ সুন্দর দেবতার পায়
রূপ সুন্দর দেবতার পায়
অঞ্জলি দেই বানী

আমি সুন্দর নহি
জানি হে বন্ধু জানি
আমি সুন্দর নহি

রূপের তীর্থে তীর্থ পথিক
যুগে যুগে আমি আসি
রূপের তীর্থে তীর্থ পথিক
যুগে যুগে আমি আসি
ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি
ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাঁশি

পরিয়া তোমার রূপ অঞ্জন
আ... আ... আ...
পরিয়া তোমার রূপ অঞ্জন
ভুলেছে নয়ন রাঙিয়াছে মন
পরিয়া তোমার রূপ অঞ্জন
ভুলেছে নয়ন রাঙিয়াছে মন
উছলি উঠুক মোর সঙ্গিতে
উছলি উঠুক মোর সঙ্গিতে
সেই আনন্দখানি

আমি সুন্দর নহি
জানি, হে বন্ধু জানি
তুমি সুন্দর, তব গান গেয়ে
নিজের ধন্য মানি
আমি সুন্দর নহি
আমি সুন্দর নহি



Credits
Writer(s): Various Artist
Lyrics powered by www.musixmatch.com

Link