Piya Piya Piya

পাপিয়া পুকারে

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

ও যেন বিরহিণীর
বিরহিণীর
ও যেন বিরহিণীর বধূর মনের কথা-
কাঁদিয়া বেড়ায় বাদল-আঁধারে

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

প্রথম বিরহ অল্প-বয়সী
প্রথম বিরহ অল্প-বয়সী
ভুলি' গৃহকাজ নহে বাতায়নে বসি'

পাখিরা পিয়া সব বুকে তার তোলে জ্বর
পাখিরা পিয়া সব বুকে তার তোলে জ্বর
অঞ্চলে আঁখি-জল মোছ বারে বারে
অঞ্চলে আঁখি-জল মোছ বারে বারে

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

পরেনি বেশ, বাঁধেনি কেশ ম্লান-মুখী বালিকা
নীরব দেহে যেন শুকায়ে যায় গো মালতীর মালিকা
পরেনি বেশ, বাঁধেনি কেশ ম্লান-মুখী বালিকা
নীরব দেহে যেন শুকায়ে যায় গো মালতীর মালিকা

বনের বিহগ ছাড়ি' বিহগীরে
বিহগী
বনের বিহগ ছাড়ি' বিহগীরে
যায় না বিদেশে, রহে সুখ-নীড়ে

বলো বলো, ওগো প্রেমের বিধাতা-
বলো বলো, ওগো প্রেমের বিধাতা-
কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে
কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

বনের বিহগ ছাড়ি' বিহগীরে
বিহগী, বিহগী, বিহগী
বনের বিহগ ছাড়ি' বিহগীরে
যায় না বিদেশে, রহে সুখ-নীড়ে

বলো বলো, ওগো প্রেমের বিধাতা-
বলো বলো, ওগো প্রেমের বিধাতা-
কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে
কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে

পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে

পিয়া পিয়া পিয়া
পিয়া পিয়া পিয়া
পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link