Shopner Baganey

তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি
নিশিরাতে তোমায় নিয়ে প্রেমের স্রোতে ভেসেছি
তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি
নিশিরাতে তোমায় নিয়ে প্রেমের স্রোতে ভেসেছি

তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি
তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি

তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি
নিশিরাতে তোমায় নিয়ে প্রেমের স্রোতে ভেসেছি

যতদিন রবে এই পৃথিবী ততদিন এই বুকে থাকবে তুমি
ভালোবাসার নীল সাগরে ভাসব শুধু তুমি-আমি
ও, যতদিন রবে এই পৃথিবী ততদিন এই বুকে থাকবে তুমি
ভালোবাসার নীল সাগরে ভাসব শুধু তুমি-আমি

তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি
তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি

তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি
নিশিরাতে তোমায় নিয়ে প্রেমের স্রোতে ভেসেছি

জীবনের যত চাওয়া-পাওয়া তোমাকে ঘিরে, তা জানবে তুমি
আমার জন্যে স্রষ্টা তোমায় গড়েছেন, তা মানবে তুমি
ও, জীবনের যত চাওয়া-পাওয়া তোমাকে ঘিরে, তা জানবে তুমি
আমার জন্যে স্রষ্টা তোমায় গড়েছেন, তা মানবে তুমি

তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি
তুমি বলো না, বলো না শুধু একবার
ভালোবাসতে দুজন এই পৃথিবীতে এসেছি

তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি
নিশিরাতে তোমায় নিয়ে প্রেমের স্রোতে ভেসেছি



Credits
Writer(s): Liton Shikdar, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link