Dekha Holo

দেখা হলো তোমারই সাথে বসন্ত মেলায়
কথা হলো যে চোখে চোখে এক সন্ধ্যাবেলায়
সেই থেকে শুরু হলো ছবি আঁকা বুকেরই ভিতরে

ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?
ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?

ও বন্ধু, তুমি আছো এই মনেরই মাঝে
প্রতিটি প্রহরে, সকাল-সাঁঝে
ও বন্ধু, তুমি আছো এই মনেরই মাঝে
প্রতিটি প্রহরে, সকাল-সাঁঝে

তুমি জানো কি জানো না তোমারই নাম
লিখেছি বুকে সোনার আখরে?
তুমি জানো কি জানো না তোমারই নাম
লিখেছি বুকে সোনার আখরে?

ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?
ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?

ও, ভালোবাসার মূল্য কেন দিলে না আমাকে?
তবু ভালোবেসে যাবো আমি তোমাকে
ও, ভালোবাসার মূল্য কেন দিলে না আমাকে?
তবু ভালোবেসে যাবো আমি তোমাকে

কাছে পাবো কি পাবো না তা নিয়ে আর
হারাবো না ভাবনার সাগরে
কাছে পাবো কি পাবো না তা নিয়ে আর
হারাবো না ভাবনার সাগরে

ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?
ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?

দেখা হলো তোমারই সাথে বসন্ত মেলায়
কথা হলো যে চোখে চোখে এক সন্ধ্যাবেলায়
সেই থেকে শুরু হলো ছবি আঁকা বুকেরই ভিতরে

ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?
ও বন্ধু রে, তুমি ছাড়া বাঁচি কী করে?
তুমি ছাড়া বাঁচি কী করে?



Credits
Writer(s): Liton Shikdar, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link