Ari

শিরোনামঃ আড়ি
কথাঃ মিনার
কন্ঠঃ মিনার
সুরঃ মিনার
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান

বন্ধু তুমি হয়তো ভুলে আছো আমায়
আমিতো এখনও পারিনি
এলোমেলো এই মনটা তোমার
অগোচরে জানি আমায় খোঁজে
তবুও কখনও বলেনি।

জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারিনা
জানি কাছেই আছো
উপলব্ধি করি না
তবু স্বপ্ন দেখি একদিন দু'জনে আকাশ ছোঁব
বিষন্নতার সাথে আড়ি নেব।

কোন এক শরতের বিকেলে
চিরচেনা কোন মোহের ভীরে
এখনও হয়তো একা ভাবছ আমায়
বৃষ্টির রিমঝিম শব্দে
এখনও কি তুমি আঁকছ ছবি।

ভবঘুরে সেই নীল ক্যানভাস আমার কবি
কবিতার সব পঙক্তিগুলো
অকারনে বড় অবাঞ্ছিত
প্রিয় সুরগুলো কেমন যেন অপিরিচিত
জোছনার সাথে সঙ্গী হয়ে
দেখ একা আমি হাঁটছি আজও
সুখী হবো বলে খুঁজছি তোমায় প্রতিনিয়ত।

জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারিনা
জানি কাছেই আছো
উপলব্ধি করি না
তবু স্বপ্ন দেখি একদিন দু'জনে আকাশ ছোঁব
বিষন্নতার সাথে আড়ি নেব।

জানি পাশেই আছো
ছুঁয়ে দেখতে পারিনা
জানি কাছেই আছো
উপলব্ধি করি না
তবু স্বপ্ন দেখি একদিন দু'জনে আকাশ ছোঁব
বিষন্নতার সাথে আড়ি নেব।



Credits
Writer(s): Anik Khan, Minar
Lyrics powered by www.musixmatch.com

Link